জব্দকৃত কসমেটিকসে আড়াই হাজার গুণ বেশি ক্ষতিকর হাইড্রোকুইনোন

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিম্মমানের বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস জব্দ করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত কসমেটিকস মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বিএসটিআই ল্যাবে পরীক্ষা করা হয়।
এ সকল কসমেটিকসে বিএসটিআই নির্ধারিত মানের চেয়ে প্রায় আড়াই হাজার গুণেরও বেশি ক্ষতিকর হাইড্রোকুইনোন পাওয়া যায়। যা স্কিন ক্যান্সারসহ লিভার এবং কিডনির জন্য মারাত্নক ক্ষতিকর।
বুধবার (৮ অক্টোবর) বিএসটিআইতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম সাংবাদিকদের এ সকল তথ্য জানান।
বিজ্ঞাপন
জব্দকৃত মালামালের নমুনা পরীক্ষায় দেখা যায়, বিএসটিআই নির্ধারিত মান অনুযায়ী হাইড্রোকুইনোনের মাত্রা থাকতে হবে সর্বোচ্চ ৫ মি.গ্রাম/কেজি। কিন্তু রিপোর্টে আড়াই হাজার গুণেরও বেশি হাইড্রোকুইনিন পাওয়া যায়।
ল্যাবে পরীক্ষাকৃত এনসাইন ব্রান্ডের স্ক্রিন ক্রিমে ১৩৯৬৮.৩ মি.গ্রাম/কেজি যা বিএসটিআই নির্ধারিত স্ট্যান্ডার্ডের তুলনায় ২৭৯৩ গুণ বেশি।
বিজ্ঞাপন
এছাড়া স্কিনলাইট ব্রান্ডের স্ক্রিন ক্রীমে ১২১৭৫.৭০ মি.গ্রাম/কেজি, স্কিনসাইন ব্রান্ডের স্কিন ক্রিমে ১২৩২৫.৩৯ মি.গ্রাম/কেজি, নো স্কেয়ার্স ব্রান্ডের স্কিন ক্রিমে ১২৪৫২.৯৫ মি.গ্রাম/কেজি, মাইফেয়ার ব্রান্ডের স্কিন ক্রিমে ১১৮৭১.১৪ মি.গ্রাম/কেজি, ইলোসন-এইচটি ব্রান্ডের স্ক্রিন ক্রিমে ১২১০৮.৬১ মি.গ্রাম/কেজি, মিরাকল ব্রান্ডের স্কিন ক্রিমে ১১৯১৬.১৯ মি.গ্রাম/কেজি, স্কিন সাইন ব্রান্ডের স্কিন ক্রিমে ১১৩৫৪.২৬ মি.গ্রাম/কেজি এবং স্কিন সানরাইজ ব্রান্ডের স্কিন ক্রিমে ১১৮৪৩.৫৯ মি.গ্রাম/কেজি হাইড্রোকুইনোন পাওয়া যায়।
রাজধানীর চকবাজার এলাকায় মেসার্স সেঞ্চুরী ট্রেড ও মেসার্স স্বর্ণা ইন্টারন্যাশনালকে বিএসটিআই'র লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং মিথ্যা তথ্য প্রদান করে বিভিন্ন ব্রান্ডের স্কিন ক্রিম, বেবি অয়েল, লিপস্টিক, স্কিন পাউডার, হোয়াইটেনিং ক্রিম পণ্য বাজারজাত করতে দেখা যায়।
প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০.০০ (এক লাখ) টাকা করে মোট ২,০০,০০০.০০ (দুই লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
বিজ্ঞাপন
একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করে পণ্যসামগ্রী বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী উক্ত পণ্যসমূহ মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিত বিক্রয় বিতরণ করায় সর্বমোট মোট ২,০০,০০০.০০ (দুই লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সর্বোমোট দুইটি আইনে ৪,০০,০০০.০০ (চার লাখ) টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য যে, বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মঙ্গলবার রাতে অবৈধ ও নিম্মমানের প্রায় ১ কোটি টাকার কসমেটিকস পণ্য জব্দ করে বিএসটিআই প্রধান কার্যালয়ে আনা হয়।