Logo

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৩:০২
19Shares
আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তায় তিতাস গ্যাস জানায়, এক্সপ্রেসওয়ের সেকশন-৩ এর অ্যালাইনমেন্টে পাইপলাইন স্থানান্তর কাজ চলবে। এ কারণে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশে অবস্থিত এলাকা এবং এর আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও সংলগ্ন এলাকাসমূহ।

তিতাস আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে।

বিজ্ঞাপন

সংস্থাটি সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD