Logo

উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৫, ১১:৩৭
23Shares
উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই ‘সেফ এক্সিট’ নিয়ে কথা বলছেন। কিন্তু উপদেষ্টা হিসেবে তাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে পুরো জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। আমরা উপদেষ্টারা খুব স্পষ্টভাবে জানি—আমাদের কারও কোনো সেফ এক্সিটের দরকার নেই। গত ৫৫ বছরে আমরা দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুটসহ নানা অনিয়ম দেখেছি। এখন এই ভয়াবহ, অসুস্থ ও আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকেই জাতির সেফ এক্সিট প্রয়োজন।”

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ–বন–জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD