শিক্ষক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, অতঃপর যান চলাচল স্বাভাবিক

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) দুপুরে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষকরা সেখান থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর নাগাদ প্রেসক্লাব এলাকায় শিক্ষক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
বিজ্ঞাপন
সচিবালয় মেট্রো গেটের সামনে অবস্থান নেওয়া স্কুল শিক্ষার্থী মেহেরনিগার বলেন, “রাস্তা বন্ধ থাকায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হঠাৎ বোমার শব্দ শুনে দেখি পুলিশ দৌড়ে আসছে। খুব ভয় পেয়েছি।”
গৃহিণী ফিরোজা বেগম বলেন, “বারডেমে যাচ্ছিলাম, হঠাৎ শব্দ শুনে ও পুলিশের ধাওয়া দেখে থেমে যাই।”
পুলিশি তৎপরতার পর শিক্ষকরা সেখান থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অবস্থান নিতে যান।
বিজ্ঞাপন
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী জানান, “জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের লাগাতার আন্দোলন শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা এখানেই থাকব।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ন্যায়সঙ্গত দাবি আদায় করা। আলোচনার মাধ্যমে বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব।”
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বর্তমানে প্রেসক্লাব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষকরা সরে যাওয়ায় পল্টন থেকে কদম ফোয়ারামুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকাজুড়ে এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, তবে পরিস্থিতি শান্ত রয়েছে।