Logo

১৭ দিন পর একাধিক সিম থাকবে না আপনার নামে

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৭:০৯
19Shares
১৭ দিন পর একাধিক সিম থাকবে না আপনার নামে
ফাইল ছবি।

একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে। এ বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসি’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন।

বিজ্ঞাপন

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা ১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

গ্রাহকদের সতর্ক করে বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে দৈবচয়ন পদ্ধতিতে কমিশন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বাতিল করবে।

বিটিআরসি’র এই পদক্ষেপের উদ্দেশ্য, অবৈধভাবে ব্যবহৃত সিম বন্ধ করা এবং জাতীয় নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা। কমিশন জানিয়েছে, একাধিক এনআইডি ব্যবহার বা ভুয়া নিবন্ধনের মাধ্যমে সিম নেওয়া হলে তা আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD