Logo

‘হয়রানি কমাতে জামিননামা অনলাইনে, আদেশ চলে যাবে কারাগারে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৭
11Shares
‘হয়রানি কমাতে জামিননামা অনলাইনে, আদেশ চলে যাবে কারাগারে’
অধ্যাপক ড. আসিফ নজরুল | ফাইল ছবি

দেশের বিচারব্যবস্থায় হয়রানি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এখন থেকে জামিননামা অনলাইনে পাঠানো যাবে। যার ফলে আদালত থেকে জামিন পাওয়ার পর এক ক্লিকেই সংশ্লিষ্ট আদেশ সরাসরি কারাগারে পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। তাই, সাধারণত মানুষের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানো হবে। কাল (বুধবার) থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও দ্রুত হবে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে নানা সংস্কার চালিয়ে যাচ্ছে।

ড. আসিফ নজরুল বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারও কোনো সহযোগিতা ছাড়া।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD