Logo

রেমিট্যান্স না আসলে টিকে থাকা মুশকিল ছিল সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১৯:২০
6Shares
রেমিট্যান্স না আসলে টিকে থাকা মুশকিল ছিল সরকারের
ছবি: সংগৃহীত

একবারে লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারের দায়িত্ব নেয়ার সময় কর্মরতদের বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য অর্থ ছিল না। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের শক্তি যুগিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কতগুলো সমস্যার কথা বলেছে ইতালি। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ করেছে দেশটি। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’

এর আগে রোমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

অন্যদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-র মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি তিনটি খাতে সহায়তা চান - গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণের পাশাপাশি স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ স্থাপন।

বিজ্ঞাপন

এ সময় এফএও মহাপরিচালক ড. কু ডংইউ বলেন, ‘বাংলাদেশ একটি উচ্চ কর্মদক্ষ দেশ। কারিগরি সহায়তা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে সংস্থাটি।’

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD