শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের আন্দোলন ও বাড়িভাড়া বৃদ্ধির দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, সরকারের আর্থিক বাস্তবতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমি শুরু থেকেই তাদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছি। মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী বছর নতুন বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে আরও সম্মানজনক বেতন কাঠামোর দিকে যেতে পারব। শিক্ষকগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল ও সংবেদনশীল।”
বিজ্ঞাপন
সি আর আবরার বলেন, “সামর্থ্য অনুযায়ী শতাংশভিত্তিক বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগও জোরদার করা হচ্ছে। কারণ শুধু বেতন নয়, শিক্ষকদের মর্যাদা ও সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।”