Logo

‘নন-সিডিউল ফ্লাইটের মাশুল-খরচ তিন দিনের জন্য মওকুফ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৫:৪৪
10Shares
‘নন-সিডিউল ফ্লাইটের মাশুল-খরচ তিন দিনের জন্য মওকুফ’
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে আগামী তিন দিন সকল নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের মাশুল ও সংশ্লিষ্ট খরচ মওকুফ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, শনিবার রাত ৯টা থেকেই বিমানবন্দরে নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। যারা ভিসা জটিলতা, চাকরির প্রয়োজন, চিকিৎসা কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে আটকে ছিলেন, তাদের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, “আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের খাবার, হোটেল ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমদানিকৃত পণ্যের প্রায় সবই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শেখ বশির উদ্দিন বলেন, “বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD