ডিজিকে নিয়ে দুদকে তদন্তের বিষয়ে যা জানাল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কোনো তদন্ত চলছে না।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, Dhakatruth.com নামের একটি অনলাইন পোর্টালে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিশ্চিত করতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে জানা গেছে, বিজিবির বর্তমান মহাপরিচালক সম্পর্কিত কোনো তদন্ত বা অনুসন্ধান দুদকে চলছে না।
বিজ্ঞাপন
বিজিবির দাবি, প্রকাশিত প্রতিবেদনটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা, যা কোনো ব্যক্তি অন্যায় আবেদনে সাড়া না পেয়ে বা বিশেষ উদ্দেশ্যে প্রচার করছে। মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী একজন সৎ ও নীতিবান কর্মকর্তা, যিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিজিবির মতো স্বনামধন্য বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
বিজিবি অনলাইন ও গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে জাতীয় স্বার্থের পরিপন্থী মিথ্যা ও বিকৃত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।








