অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকারি সূত্র জানায়, বৈঠকে চলমান প্রশাসনিক কার্যক্রম, জাতীয় নির্বাচন প্রস্তুতি এবং সাম্প্রতিক সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা এবং আসন্ন মাসগুলোর কর্মপরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি নাগরিক সেবা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।








