Logo

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১১:১৭
10Shares
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
ছবি: সংগৃহীত

কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে আজ রবিবার (১ নভেম্বর) থেকে ১০টির বেশি সক্রিয় সিম রাখা আর সম্ভব নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটরগুলো আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে।

বিটিআরসি জানিয়েছে, ৩০ অক্টোবরের পর থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এনআইডি অনুযায়ী সীমা অতিক্রম করা সব সিম। প্রতিষ্ঠানটির পূর্ব ঘোষণা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর বেশি থাকলে তা নভেম্বরের শুরু থেকেই নিষ্ক্রিয় করা হবে।

বিজ্ঞাপন

এর আগে একজন নাগরিক নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। এখন নতুন নির্দেশনার ফলে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, রবিবার থেকেই অপারেটররা অতিরিক্ত সিম বন্ধ করার কাজ শুরু করেছে।

তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।”

বিজ্ঞাপন

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা প্রায় ১৮ কোটি ৬২ লাখ। তবে প্রকৃত গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭৫ লাখের মতো। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহক ৫টির কম সিম ব্যবহার করেন, ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ শতাংশ ব্যবহারকারীর, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।

সংস্থাটির এক কর্মকর্তা জানান, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং সিমভিত্তিক প্রতারণা রোধ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রাহকরা চাইলে অনলাইনে কিংবা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।

বিজ্ঞাপন

তবে বিটিআরসি জানিয়েছে, সিম বন্ধের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ বা র‍্যান্ডম সিস্টেম অনুসরণ করা হবে। ফলে কিছু ক্ষেত্রে গ্রাহকের গুরুত্বপূর্ণ সিমও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম