Logo

দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
পাবনা
৮ নভেম্বর, ২০২৫, ১২:২৬
55Shares
দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি তার নিজ জেলায় পঞ্চমবারের মতো সরকারি সফর।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে অভ্যর্থনা জানান।

এর আগে, সকাল ৯টায় পাবনা জেলার উদ্দেশে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতি নিজ বাসভবনে অবস্থান করবেন।

সফরের প্রথমদিন নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউজে রাত যাপন করবেন রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রবিবার সকালে আবার গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় এসেছেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত তিনি চারবার জন্মস্থান পাবনায় সফর করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ মে প্রথমবার, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয়বার এবং ২০২৪ সালের ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি