Logo

সারাদেশে বইছে নির্বাচনের উচ্ছ্বাসের জোয়ার: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৩:৩২
28Shares
সারাদেশে বইছে নির্বাচনের উচ্ছ্বাসের জোয়ার: প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে নির্বাচনের উচ্ছ্বাসের জোয়ার বইছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সরকার সংশ্লিষ্ট সকলেই দিনরাত কাজ করছেন।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান।

প্রেস সচিব বলেন, দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ যে, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজন করা হবে। আমরা অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু একদিনে তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে নির্বাচনের পর সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে। আমাদেরও নির্বাচন শেষ হওয়ার পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। উদাহরণস্বরূপ, নেপালে এই প্রক্রিয়ায় ৯ বছর লেগেছে।

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্বের বিষয়ে একটি প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অনেকে জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই বললেও, বাস্তবে সব শ্রেণিপেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।

প্রেস সচিব প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, কর্মসংস্থান সৃষ্টিই পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যেই শ্রমবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

রেল খাতের বিনিয়োগ সম্পর্কেও তিনি জানান, দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিক করতে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায়। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।

বিজ্ঞাপন

শফিকুল আলমের ভাষ্য, নির্বাচন আয়োজনের পাশাপাশি দেশজুড়ে অংশগ্রহণ ও স্বচ্ছতার প্রতিশ্রুতি নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং সব শ্রেণিপেশার নাগরিক এতে নিরাপদভাবে অংশ নিতে পারবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD