নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আসিফ নজরুল

রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সরাসরি মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।
উপদেষ্টা আরও বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত টিটিসি সারা দেশে শতাধিক রয়েছে। এখানে যারা কাজ করছেন, তারা কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বিজ্ঞাপন
রাজশাহী মহিলা টিটিসিকে বিশেষভাবে প্রশংসা করে আসিফ নজরুল বলেন, এটি দেশের মধ্যে অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে নারী শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, সকাল সোয়া ১০টায় আসিফ নজরুল টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সময় আলাপ করেন। পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
টিটিসি পরিদর্শনের এই সফর মূলত কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। তবে ভোট-নির্বাচন সংক্রান্ত কোনো মন্তব্য না করায় রাজনৈতিক অঙ্গন এবং গণমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।








