Logo

শিক্ষকদের বিক্ষোভে জলকামান ও সাউন্ড গ্রেনেড, ব্যাখ্যা দিল ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৯:১০
34Shares
শিক্ষকদের বিক্ষোভে জলকামান ও সাউন্ড গ্রেনেড, ব্যাখ্যা দিল ডিএমপি
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিক্ষোভে শাহবাগ এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনার ব্যাখ্যা জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিলেন। বিকেল প্রায় ৩টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ ‘কলম সমর্পণ’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থানার সামনে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, বিকেল আনুমানিক ৪টার দিকে আন্দোলনকারীদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পেরিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে, যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ডিএমপির তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং গণজমায়েত নিষিদ্ধ ছিল। কিন্তু আন্দোলনকারীরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অগ্রসর হওয়ায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ডিএমপি আবারও সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD