Logo

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ মাত্র ২ দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৯:১৮
41Shares
ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ মাত্র ২ দিন
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করার সুযোগ পাচ্ছেন। এই আবেদন করার শেষ দিন ১০ নভেম্বর।

বিজ্ঞাপন

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয় থেকে পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন:

বিজ্ঞাপন

ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করতে হলে ফরম-১৩ যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে, ৪ নভেম্বর সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার স্থানান্তরের আবেদনগুলো প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে, ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ফরম-১৩ পূরণ করে নিজ এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে সময়মতো জমা দেওয়া আবশ্যক।

ভোটারদের জন্য এই সময় সীমা মেনে চলা অত্যন্ত জরুরি, কারণ ১০ নভেম্বরের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD