Logo

অবশেষে বরখাস্ত হলেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর
১০ নভেম্বর, ২০২৫, ১৫:১৮
18Shares
অবশেষে বরখাস্ত হলেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান
জিএমপি কমিশনার নাজমুল করিম খান | ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে নিজের যাতায়াতের জন্য রাস্তা ব্যবহার করায় তাকে গত সেপ্টেম্বর মাসে প্রত্যাহার করা হয়েছিল।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন বলে সরকার মনে করেছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

বরখাস্তের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত আগস্টে নাজমুল করিম খানের কর্মস্থলে যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখার অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

এরপর বিষয়টি তদন্তে নেয়া হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ১ সেপ্টেম্বর তাকে গাজীপুর মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD