ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল

হাইকোর্ট নির্বাচন কমিশনের (ইসি) আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা আগের মতোই চারটিতে বহাল থাকবে।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এর আগে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি শেষে আদালত রুলের নিষ্পত্তি করেন এবং ইসির গেজেট বাতিল ঘোষণা করেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। রায়ের ফলে বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩ ও বাগেরহাট-৪ আসন বহাল থাকবে।
বিজ্ঞাপন
বিস্তারিত আসছে...








