Logo

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পুনরায় শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৮:৩৪
37Shares
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পুনরায় শুরু
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাথমিকভাবে কর্মবিরতি স্থগিতের ঘোষণার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে।

বিজ্ঞাপন

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সরকারের কোনো লিখিত বা দৃশ্যমান আশ্বাস আমাদের দেয়া হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মু. মাহবুবর রহমানও জানিয়েছেন, কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (৯ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে মধ্যরাতে আন্দোলনরত শিক্ষকরা পুনর্বিবেচনা করে কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। এরপর শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

বিজ্ঞাপন

ওই কর্মসূচি অনুযায়ী, রোববার সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।

শিক্ষকদের তিন দফা দাবি হলো-

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান

বিজ্ঞাপন

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান

৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD