Logo

ডিএমপিতে বড় রদবদল, পাঁচ এডিসির দায়িত্ব পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৬:০৭
24Shares
ডিএমপিতে বড় রদবদল, পাঁচ এডিসির দায়িত্ব পরিবর্তন
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) দায়িত্বে রদবদল আনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে, মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের কে এইচ এম এরশাদকে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আসবে এবং বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD