Logo

নতুন পে স্কেল ঝুলে গেল, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হতাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৫:৫২
নতুন পে স্কেল ঝুলে গেল, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হতাশ
ফাইল ছবি।

জাতীয় বেতন কমিশন নতুন পে স্কেল প্রণয়নের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই কমিশন বিভিন্ন সুপারিশও প্রস্তুত করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকারের হাতে। অর্থাৎ, নতুন পে স্কেলের অনুমোদন নেওয়া হবে আগামী নির্বাচিত সরকারের।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, “নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারই নেবে।” তার এই ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘ ১১ বছর ধরে অপেক্ষা করা এই নতুন বেতন কাঠামো এখন আরও বিলম্বিত হতে পারে। চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, এবং তারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সরকারি কর্মচারীরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারই যদি পে স্কেল কার্যকর করে, তবে দীর্ঘায়িত বিলম্ব এড়ানো সম্ভব হবে। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের (বিআরএল) সভাপতি আক্তারুজ্জামান বলেছেন, “আমরা চাই অন্তর্বর্তী সরকারই নতুন পে স্কেল ঘোষণা করুক। পরবর্তী সরকার যদি নিলে, তা দীর্ঘ সময় ধরে বিলম্বিত হতে পারে। কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের অপেক্ষা তখন আরও দীর্ঘ হবে এবং দুঃখ-কষ্টও বাড়বে।”

বিজ্ঞাপন

এছাড়া, বিভিন্ন সরকারি ফেডারেশন ও সমিতির নেতারাও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল খালেক জানিয়েছেন, সরকারের ঘোষণার পর নিজেদের সদস্যদের সঙ্গে সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করছেন, এই পরিস্থিতি বর্তমান সরকারের পক্ষে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন কঠিন করে তুলতে পারে। তিনি বলেন, “নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে না, বরং এটি নির্বাচিত সরকারের ওপর পড়ে। এতে প্রকৃত বাস্তবায়ন বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারই নতুন পে স্কেল চূড়ান্তভাবে ঘোষণা করবে। জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ আগামী ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে সরকারের কাছে জমা দিতে চায়।

চাকরিজীবীরা মনে করছেন, নতুন পে স্কেল ঘোষণার বিলম্ব তাদের জীবনযাত্রা ও কর্মসংস্থানের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD