আওয়ামী লীগ একটি টেরোরিস্ট দল: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ইতিমধ্যে সারাদেশে ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকায়, তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়া ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে সরাসরি আওয়ামী লীগ যুক্ত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। তারা একটি টেরোরিস্ট দল। তাদের লক্ষ্য নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করা।
বিজ্ঞাপন
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ একটি সুন্দর, মুক্ত ও ন্যায়সঙ্গত নির্বাচন প্রত্যক্ষ করবে। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, যেখানে ভোট কেন্দ্রে ছেলে-মেয়েও অংশগ্রহণ করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।
প্রেস সচিব আরও বলেন, পলিটিক্যাল পার্টির মধ্যে মতবিরোধ স্বাভাবিক। তবে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো ৯ মাস ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সর্ববৃহৎ আলোচনা করেছে। কিছু কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও তা সাময়িক এবং নির্বাচনের প্রস্তুতির অংশ।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জামায়াতও বিভিন্ন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। বড় বড় দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন করছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনসহ অন্যান্য অতিথিরা।








