Logo

নিরাপত্তা বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১২:২৩
49Shares
নিরাপত্তা বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বরের নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD