Logo

ভারতে হামলার ছকে বাংলাদেশের মাটি ব্যবহারের দাবি বিশ্বাসযোগ্য নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৮:২৩
30Shares
ভারতে হামলার ছকে বাংলাদেশের মাটি ব্যবহারের দাবি বিশ্বাসযোগ্য নয়
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | ছবি: সংগৃহীত

ভারতের কিছু গণমাধ্যমের সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সঈদকে নিয়ে প্রকাশিত দাবি বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, হাফিজ সঈদ ভারতে হামলার পরিকল্পনার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করেছে—এ ধরনের কোনো তথ্যকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, যাই কিছু ঘটুক না কেন, কিছু মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। তবে এর কোনো কারণ নেই এবং কোনো সেনসিবল ব্যক্তি এটি বিশ্বাস করবে না।

বিজ্ঞাপন

তিনি ভারতের দাবিকে ভিত্তিহীন ও অসত্য হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়। বিস্ফোরণের পর ভারতের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার গোয়েন্দা সূত্রের বরাতে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সঈদ হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে। তবে বাংলাদেশ এই দাবিকে স্পষ্টভাবে অবিশ্বাসযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

একই সময়ে, পাকিস্তানের ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায়।

বিজ্ঞাপন

এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, দেশের মাটি কোনো আন্তর্জাতিক হামলার জন্য ব্যবহার হয়নি এবং ভারতের গণমাধ্যমের দাবিকে ভিত্তিহীন ও অপ্রমাণিত হিসেবে গণ্য করা হবে।

বাংলাদেশ সরকার এই ঘটনার প্রেক্ষিতে সকল আন্তর্জাতিক অংশীদারকে সতর্ক থাকতে এবং ভিত্তিহীন অভিযোগের প্রভাবে উত্তেজনা না সৃষ্টির আহ্বান জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ভারতে হামলার ছকে বাংলাদেশের মাটি ব্যবহারের দাবি বিশ্বাসযোগ্য নয়