Logo

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আর নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ২০:৩৩
20Shares
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আর নেই
আল্লামা নুরুল হুদা ফয়েজি | ছবি: সংগৃহীত

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

তিনি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঝালকাঠির রাজাপুরে নিজ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

মরহুম নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগ ও ইসলামী যুব আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এইচএম সানাউল্লাহ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্বে ছিলেন। প্রবীণ আলেম ও রাজনীতিবিদ হিসেবে তিনি দেশে বিশিষ্টভাবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজা আগামী বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বিজ্ঞাপন

এদিকে আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD