জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত আসছে ৩-৪ দিনের মধ্যেই: আইন উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
আসিফ নজরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত জানাবে। আশা করি, সরকারের নেওয়া পদক্ষেপ সব রাজনৈতিক দল মেনে নেবে।
বিজ্ঞাপন
দেশে চলমান সংস্কার প্রক্রিয়াকে ঘিরে সমালোচনার জবাবে আইন উপদেষ্টা বলেন, রাতারাতি বড় ধরনের সংস্কার সম্ভব নয়। তিনি বলেন, এত বড় ধরনের পরিবর্তন সহজ নয়। ধীরে ধীরে এগোতে হবে, তাহলেই টেকসই পরিবর্তন আসবে।
আসিফ নজরুল আরও বলেন, অনেকে ভাবেন সব সংস্কার একসঙ্গে করতে হবে। কিন্তু এটা এত সহজ নয়। আমরা যখন আন্দোলনে ছিলাম তখন মনে হতো সবকিছু সহজ, এখন বুঝি বাস্তবায়ন কত কঠিন।
সংবিধান প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সব সংস্কার যেন এখন সংবিধানে আটকে গেছে। সংবিধান কোনো ম্যাজিক নয়, লিখে দিলেই সমস্যা মিটে যায় না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের মানসিকতার পরিবর্তন ছাড়া স্থায়ী সংস্কার সম্ভব নয়।
বিজ্ঞাপন
সংবিধানগত বাস্তবতার উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। কিন্তু বাস্তবে কি কখনও হয়েছে?
বিচার বিভাগের সংস্কার নিয়ে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের ৭০ থেকে ৮০ শতাংশ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। তবু অনেকে অপপ্রচার করে বলেন, কোনো সংস্কারই হয়নি। যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিজ্ঞাপন
ভবিষ্যৎ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমাদের একটা ভয় কাজ করে, নির্বাচিত সরকার এসে এই সংস্কারগুলো ধরে রাখবে কি না। তাই নতুন সরকারের কাছে অনুরোধ, এই সংস্কারগুলো যেন সংরক্ষিত থাকে।








