Logo

সীমানা বিতর্কে নির্বাচন প্রভাবিত হতে পারে: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ২০:৪২
22Shares
সীমানা বিতর্কে নির্বাচন প্রভাবিত হতে পারে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

বাগেরহাটের সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ নিয়ে হাইকোর্টের রায় নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, বাগেরহাটে পূর্বে চারটি কনস্টিটিউয়েন্সি ছিল, যা নির্বাচন কমিশন কমিয়ে তিনটি করেছিল। হাইকোর্টের রায়ে সেই তিনটি কনস্টিটিউয়েন্সি বাতিল করে আবার চারটি পুনর্বহল করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমরা এখনো সার্টিফাইড কপি পাইনি। রায় পাওয়ার পরে কমিশন সিদ্ধান্ত নেবে যে আপিলে যাবে নাকি তা মেনে নেবে। সীমানার জটিলতার কারণে নির্বাচনে প্রভাব পড়তে পারে। এই প্রভাব নির্ভর করছে আদালতের আদেশ কীভাবে কমিশন পর্যালোচনা করবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তার ওপর।

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, সীমানা পুননির্ধারণ সংক্রান্ত প্রায় ৩০টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর থেকে নির্বাচনি সংলাপে বসার পরিকল্পনা রয়েছে।

আখতার আহমেদ বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দল এই সংলাপে অংশগ্রহণ করবে। তবে কাদের ডাকব, তা এখনও চূড়ান্ত হয়নি। ধাপে ধাপে জানানো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সংলাপে মূলত আলোচ্য বিষয় হবে আরপিও ও আচরণবিধিতে আনা পরিবর্তন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলের সহযোগিতা এবং তাদের মতামত নেওয়া। সংলাপের পর প্রয়োজনে আরপিও ও আচরণবিধি পুনরায় সংশোধন করা হবে।

ইসি সচিব আচরণবিধির সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কেও জানান, প্রার্থী একক জনসভায় তিনটির বেশি মাইক ব্যবহার করতে পারবেন না। তবে একাধিক জনসভা করলে প্রতিটি সভায় তিনটি মাইক ব্যবহার করতে পারবেন। পোস্টার ব্যবহার করা যাবে, লিফলেট বিতরণ করা যাবে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কোনো স্থাপনা তৈরি করা যাবে না।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দেবে এবং ইসি ইতিমধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় ও পর্যবেক্ষক নিবন্ধন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও তা দ্রুত পূরণ করতে সক্ষম হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সীমানা বিতর্কে নির্বাচন প্রভাবিত হতে পারে: ইসি সচিব