জাতীয় উদ্ভিদ উদ্যানে মাইগভ ই–টিকিটিং চালু

বন অধিদপ্তর নিয়ন্ত্রিত জাতীয় বোটানিক্যাল গার্ডেনে মাইগভ প্ল্যাটফর্মের ই–টিকিটিং সেবা চালু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ অনলাইনে টিকিট কিনে সেবাটির উদ্বোধন করেন।এখন থেকে দর্শনার্থীরা দেশের যেকোনো স্থান থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে eticketing.mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. ফারহিনা আহমেদ, বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক। সভার সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই–এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম, ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট–১ এর ক্লাস্টার হেড (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বন অধিদপ্তর ও এটুআইয়ের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ড. ফারহিনা আহমেদ বলেন, ই–টিকিটিং চালুর ফলে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। দর্শনার্থীরা আগেই অনলাইনে টিকিট কিনে নির্ধারিত দিনে প্রবেশ করতে পারবেন। টিকিট বিক্রয় ও দর্শনার্থীর তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, আর এসব তথ্য গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। তিনি পর্যায়ক্রমে বন অধিদপ্তরের অন্যান্য দর্শনীয় স্থানকেও মাইগভ ই–টিকিটিং প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশনা দেন।
এটুআই–এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক বলেন, ‘পর্যটনকেন্দ্রগুলোর টিকিটিং ব্যবস্থা ডিজিটাইজেশনের মাধ্যমে সহজলভ্য করা এবং ব্যবস্থাপনা আরও দক্ষ করার লক্ষ্যে এটুআই বন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী জাতীয় উদ্ভিদ উদ্যানে ই–টিকিটিং চালুর জন্য এটুআইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বন অধিদপ্তরের অন্যান্য পর্যটনকেন্দ্রেও এ সেবা সম্প্রসারণে তারা এটুআই–এর সহযোগিতা প্রত্যাশা করেন। এর ফলে মানুষের ইকো ট্যুরিজমের প্রতি আরও আগ্রহ বাড়বে।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, এটুআই এর মাইগভ প্লার্টফর্ম সরকারের নাগরিক কেন্দ্রিক সেবাকে ডিজিটাইজেশনের কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছরের ৩০ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন লালবাগ কেল্লায় প্রথম মাইগভ ই–টিকিটিং চালু হয়। উদ্বোধনের পর থেকে সেখানে অনলাইনে প্রায় দুই লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে এবং ৬৩ লক্ষ টাকার বেশি সরকারি রাজস্ব আদায় হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বন অধিদপ্তরসহ সরকারের অন্যান্য ব্যবস্থাপনাধীন পর্যটনকেন্দ্রে ই–টিকিটিং চালু করতে মাইগভ টিম কাজ করে যাচ্ছে।








