Logo

১৩ নভেম্বর গণপরিবহণ চলাচল নিয়ে যা জানাল মালিক সমিতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ২০:২৬
12Shares
১৩ নভেম্বর গণপরিবহণ চলাচল নিয়ে যা জানাল মালিক সমিতি
ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউনের দিনে দেশে গণপরিবহণ স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি বলেন, আগামীকালও অন্য দিনের মতো সড়কে গণপরিবহণ চলবে। তবে বাসে কোনো ধরনের অগ্নিসংযোগ ঘটতে না পারে, সেজন্য মালিক ও টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একজন পরিবহণ শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছিলেন। এই ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে সড়কে যান চলাচলে কিছুটা প্রভাব পড়েছে। এর কারণে বুধবার ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহণের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম দেখা গেছে।

বিজ্ঞাপন

মালিক সমিতি আশা করছে, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতায় গণপরিবহণ সুষ্ঠুভাবে চলবে এবং যাত্রীদের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD