Logo

অগ্নিসন্ত্রাস নিয়ে মুখ খুললেন সোহেল তাজ, জানালেন কারা করে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১২:০৬
32Shares
অগ্নিসন্ত্রাস নিয়ে মুখ খুললেন সোহেল তাজ, জানালেন কারা করে
সোহেল তাজ | ফাইল ছবি

রাজধানীতে সাম্প্রতিক বাসে অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও সহিংস রাজনীতির ঘটনাকে ঘিরে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের অগ্নিসন্ত্রাস ও ‘লাশের রাজনীতি’ কারা করে তা ইতিহাস থেকেই জানা সম্ভব।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয়, তাহলে কি আর করা।’

তিনি বলেন, ‘সাবেক (পতিত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মাফিয়া শাসনামলে যে হত্যা, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংস, জনগণের ভোটাধিকার হরণ, দেশের স্বার্থ বিসর্জন এবং পরিশেষে ছাত্র-জনতার ওপর গণহত্যা— এসবের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি গালি খেতে হয়, তাহলে লজ্জাটা আসলে কার?’

বিজ্ঞাপন

সোহেল তাজ তার পোস্টে দুইটি বইয়ের উদাহরণ দেন এবং লেখেন, ‘সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর “আমার ফাঁসি চাই” ও “অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী” বই দুটি পড়লেই বোঝা যাবে— বাসে আগুন, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ আর লাশের রাজনীতি কার প্রিয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্যের পর তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, সোহেল তাজ আবারও সাহসিকতার সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোহেল তাজ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ ও নাগরিক ইস্যুতে মতামত জানাচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD