রাতজুড়ে আতঙ্ক: রাজধানীসহ দেশের পাঁচ জেলায় যানবাহনে আগুন

রাজধানীর কমলাপুর থেকে শুরু করে গোপালগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর— সারাদেশের পাঁচটি স্থানে এক রাতেই একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের জানান, রাতভর বিভিন্ন স্থানে একাধিক যানবাহনে আগুন লাগানোর খবর পেয়েছে তারা। সব স্থানে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ ঘটে। সৌভাগ্যবশত বাসটিতে তখন কেউ ছিলেন না।
এর কিছুক্ষণ পর, রাত সাড়ে তিনটার দিকে, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জের গণপূর্ত অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাজেরো ও একটি পিকআপে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি ট্রাকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে পার্ক করা একটি পিকআপে পুনরায় আগুন লাগানো হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ২০টি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি বাস, এক ট্রেন, এক অটোরিকশা ও একটি ব্যাংকে অগ্নিসংযোগ, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুই স্থানে পেট্রোল বোমা হামলার ঘটনা রেকর্ড করা হয়।
বিজ্ঞাপন
একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান, এসব হামলার পেছনে একটি সংঘবদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।








