Logo

জুলাই সনদ ও গণভোট নিয়ে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৩:৫৬
30Shares
জুলাই সনদ ও গণভোট নিয়ে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ আলোচনার মূল বিষয় জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময়সূচি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বৈঠক শুরু হয়েছে।

বৈঠকের পরে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে। এই ভাষণে জুনের সনদ ও সংবিধান সংস্কারের প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দুটি বিকল্প সুপারিশ জমা দেয়। এর একটিতে বলা হয়েছে, সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করা হবে এবং সেই ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। যদি প্রস্তাব পাস হয়, আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সংস্কার কার্যক্রম শেষ করতে ব্যর্থ হলে, প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।

অন্য বিকল্প সুপারিশেও ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশ রয়েছে, তবে ব্যর্থ হলে কী হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। উভয় সুপারিশই গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিয়েছে।

এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। বিশেষ করে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়। এতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুততম সময়ে এক ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান করেছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, এমনকি নিজেদের মধ্যে আলোচনায় বসতেও ব্যর্থ হয়। ফলে সরকার এখন স্বনির্ভরভাবে সিদ্ধান্ত গ্রহণের পথে এগোচ্ছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদের এই বৈঠকের সিদ্ধান্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচিকে প্রভাবিত করতে পারে, যা দেশের সংবিধান সংস্কারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD