Logo

রাষ্ট্রপতির স্বাক্ষরে জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৪:৩৮
45Shares
রাষ্ট্রপতির স্বাক্ষরে জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশের মাধ্যমে আগামী গণভোট আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা গেছে, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জুলাই সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এই প্রস্তাবগুলো গণভোটে উপস্থাপন করা হবে, যেখানে জনগণ তাদের মতামত ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে জানাতে পারবে।

এদিকে, রাষ্ট্রপতির স্বাক্ষরের সময় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষণ সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে। প্রধান উপদেষ্টা এই ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিস্তারিত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

বিজ্ঞাপন

প্রফেসর মুহাম্মদ ইউনূস তার ভাষণে জানাচ্ছেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন ও গণভোট একই সময়ে আয়োজন করা হবে। তিনি আরও জানিয়েছেন, আদেশে বর্ণিত প্রতিটি প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে উপযুক্ত আইন প্রণয়ন করা হবে।

এই পদক্ষেপ দেশের সংবিধান সংস্কার প্রক্রিয়াকে কার্যকর করার পাশাপাশি সাধারণ নাগরিকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির স্বাক্ষরে আদেশ জারি হওয়ায় সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ভিত্তি সুনিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত নিবে, তা সরাসরি সংবিধান সংস্কারে প্রভাব ফেলবে। এতে করে দেশের সংবিধান ও নির্বাচনী প্রক্রিয়া উভয়ই শক্তিশালী ও স্বচ্ছ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD