Logo

আ.লীগের এখন নির্বাচনে বিঘ্ন ঘটানোর মতো শক্তি নেই: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১১:১০
32Shares
আ.লীগের এখন নির্বাচনে বিঘ্ন ঘটানোর মতো শক্তি নেই: প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কোনো ব্যাঘাত ঘটানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।

তিনি মনে করেন, ফেব্রুয়ারির নির্বাচন সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ হতে পারে। তিনটি ঘটনাকে তিনি এই প্রত্যাশার ভিত্তি হিসেবে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

প্রথমত, বিএনপির মনোনয়ন ঘোষণাকে তিনি ‘নির্ঝঞ্ঝাট’ উল্লেখ করেন। তার মতে, দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশকে ঘিরে বিশৃঙ্খলা বা অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা থাকলেও সামগ্রিক প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। এটি বিএনপির প্রস্তুতি ও দলের অভ্যন্তরীণ সমন্বয়ের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তিনি।

দ্বিতীয়ত, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, দলটি আর আগের মতো মাঠ-সংগঠনের সক্ষমতা ধরে রাখতে পারেনি। তাদের কার্যক্রম এখন মূলত অনিয়মিত বিক্ষোভ, অনলাইনভিত্তিক প্রচারণা এবং অল্পসংখ্যক ভাড়াটে উপাদানের ওপর নির্ভরশীল বলে তিনি মন্তব্য করেন। তার দাবি—এই পরিস্থিতিতে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির মতো বাস্তব শক্তি আর দলের হাতে নেই।

তৃতীয়ত, তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকায় পুলিশ, নিরাপত্তা বাহিনী ও মাঠ প্রশাসনের মধ্যে নতুন আস্থা তৈরি হয়েছে। নির্বাচনী দায়িত্বে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ায় তারা জাতিকে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি জোর দিয়ে বলেন, সবকিছু মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে বড় কোনো অস্থিরতার সম্ভাবনা নেই এবং নির্বাচনী পরিবেশ আরও শক্তিশালী হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD