মুসলমানদের মৌলিক দাবি পূরণ না হলে সংবিধান মানব না: এনায়েতুল্লাহ আব্বাসী

তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, সংবিধানে মুসলমানদের মৌলিক দাবিগুলো পূরণ না হলে আমরা সেই সংবিধানও মানি না, সনদও মানি না।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তার পরে কোনো নবী-রাসূল ছিলেন না, এখনো নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেনও না। এটাই খতমে নবুওয়তের বিশ্বাস। এ বিশ্বাস ছাড়া কেউ মুসলিম হতে পারে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেক্যুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে সেক্যুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ কি শুধু অমুসলিমদের স্বার্থ রক্ষা করা?
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, দেশের প্রকৃত মালিক প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স ও ভ্যাটের টাকায় সরকারি মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে। সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে পূরণ না করা হয়, তাহলে সেই সংবিধানও আমরা মানি না, সেই সনদও মানি না।
খতমে নবুওয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ এবং এর আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন বলে মন্তব্য করেন তিনি।








