Logo

ইসির সঙ্গে ৬ দলের সংলাপ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১১:০৮
26Shares
ইসির সঙ্গে ৬ দলের সংলাপ শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চলমান সংলাপের দ্বিতীয় দিনে আজ সকালে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকালেও আরও ৬টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের সংলাপের সময়সূচি

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা: গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি।

বিজ্ঞাপন

দুপুর ২টা থেকে বিকেল ৪টা: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবারের সংলাপের সময়সূচি

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা: বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD