Logo

রায় ঘোষণার পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার: রিজওয়ানা হাসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১৩:১৬
7Shares
রায় ঘোষণার পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার: রিজওয়ানা হাসান
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, ‘বিদেশ থেকে কারা প্রভাবিত করছে, দেশে কারা বাসে আগুন দেওয়ার জন্য উসকানি দিচ্ছে—নামগুলো আপনারা জানেন। তদন্তে যে নাম উঠে আসছে, সরকার তাই প্রকাশ করছে। কারও কাছে আরও তথ্য থাকলে সরকারকে জানান।’

বিজ্ঞাপন

সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় গণমাধ্যম আরও দায়িত্বশীল হতে পারে। আতঙ্ক ছড়ানোর পরিবর্তে নিন্দা করে জনমত গড়ে তুলুন। সহিংসতা রোধে গণমাধ্যম এগিয়ে আসুক, শান্তির বার্তা প্রচার করুক।’

রোববার রাত ৯টায় সেন্ট্রাল রোডে তার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাসায় ককটেল পড়বে আর নিশ্চিন্ত থাকব—এটা সম্ভব নয়। তবে আতঙ্কিত হওয়া এক জিনিস, সতর্ক থাকা আরেক। শান্ত পরিবেশে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। আপনারা এগিয়ে আসুন, সরকার তার দায়িত্ব পালন করবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD