Logo

জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৩:২৭
29Shares
জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম। তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমে অংশ নেবেন।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারতকালে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ জানান, আন্তর্জাতিক টিমের সঙ্গে মিলিতভাবে পরিচয় শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে ৭ ডিসেম্বর। এর জন্য রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। দেশে ও বিদেশ থেকে আগত বিশেষজ্ঞরা এই মর্গে শহীদদের নমুনা পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করবেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, শহীদদের স্বীকৃতি ও পরিচয় নির্ধারণের এই উদ্যোগ দেশের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ সময় নির্বাচন ও পদত্যাগ সংক্রান্ত কোনো মন্তব্য করেননি।

ধারণা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে ইতিহাসের নৃশংসতা এবং জাতীয় স্মৃতিকে আরও সুস্পষ্টভাবে প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD