Logo

জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ গড়তে চায় ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১২:১৫
14Shares
জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ গড়তে চায় ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ—অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড—নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন আয়োজিত দ্বিতীয় দিনের সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

সিইসি বলেন, খুব দ্রুতই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। তিনি দলগুলোকে আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণফোরামসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে ইসি। সংলাপ বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।

সংলাপে অংশ নেওয়া অন্যান্য দলগুলো হলো- গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

এ ছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ছয় দল— বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।

বিজ্ঞাপন

বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি ও জামায়াতসহ মোট ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মধ্য দিয়ে কমিশন নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমান সুযোগপূর্ণ করতে চায় বলে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD