সংলাপে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিলো ইসি

নির্বাচন কমিশনের সংলাপে ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান আবুল হাসানাত আমিনীর অনুসারীরা যোগ দিতে গিয়েও শেষ পর্যন্ত বাইরে থাকতে বাধ্য হন। সংলাপ শুরুর আগে দলটির বর্তমান অংশের প্রতিনিধিরা আপত্তি তোলার পর ইসি সচিব তাদের সম্মেলনকক্ষের বাইরে যেতে বলেন।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে এ ঘটনা ঘটে।
সংলাপে অংশ নেওয়া বর্তমান অংশের প্রতিনিধি জানান, গত নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তাদেরকে এই সভায় বসার অনুমতি দেওয়া হয়েছে। লিখিত দাওয়াতপত্রের হার্ডকপি তারা দেখাতে পারায় তারা বৈধ হিসেবে সভায় বসেন। অপরদিকে আমিনীর অনুসারীরা হার্ডকপি দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
বের হয়ে যাওয়া প্রতিনিধিদলের একজন, মাওলানা আলতাফ হোসেন, নিজেকে যুগ্ম মহাসচিব পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, দলের নিবন্ধন তাদের নামে রয়েছে এবং দাওয়াতও তাদের দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ব্ল্যাকমেল করে অন্য পক্ষ তাদের দাওয়াতপত্র নিয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আবুল হাসানাত আমিনী পদত্যাগ করেছেন এবং তখনকার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর মাওলানা আবদুল কাদিরকে চেয়ারম্যান এবং মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে মহাসচিব করে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়।
সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে ইসি বহু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদসহ ইসির নানা পদক্ষেপ সফল হয়েছে এবং ভবিষ্যতে সুন্দর নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।
সিইসি আরও বলেন, আচরণবিধি মেনে চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং দলগুলোও এ আচরণবিধি প্রচারে অংশ নিতে পারে।
বিজ্ঞাপন
রবিবার সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।








