Logo

ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৪:১২
30Shares
ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
ফাইল ছবি

ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপরের চার জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিজিবির উপর অর্পিত হয়েছে। এর মধ্যে শহর ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম প্রধান কার্যক্রম।

বিজ্ঞাপন

গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে সড়কপথে চলাচলরত বাসে আগুন দেওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এমন অবস্থায় শুধু পুলিশের নয়, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করছে।

বিজিবি জানিয়েছে, তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি, সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি, নিরাপত্তা চেকপোস্ট স্থাপন এবং জনসাধারণের চলাচল নিরাপদ রাখা। এ মাধ্যমে রাজধানী ও আশেপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

শহরের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD