দেশে কোনো আতঙ্ক নেই, পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশের পর দেশে কোনো ধরনের আতঙ্ক দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও বড় ধরনের অস্থিরতার খবর নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো আতঙ্ক দেখছি না। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আমি যেখানে গিয়েছি বা যেভাবে এসেছি, কোথাও আতঙ্কের চিহ্ন নেই।
সড়কে নাকি ভীতি তৈরি হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, আপনি-আমি দুজনেই মন্ত্রণালয়ে ছিলাম, বাইরে রাস্তাই দেখিনি। তবে আমি যখন এসেছি, তখন সড়কেও কোনো ধরনের ভীতি দেখিনি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কিছু ছোটখাটো ঘটনার খবর পাওয়া গেলেও তা বড় কোনো পরিস্থিতির ইঙ্গিত নয়। গতকাল বরিশাল থেকে আসার পথে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ—এই এলাকাগুলোতে কিছুটা জটিলতা ছিল। তবে বড় কিছু ঘটেনি। অনেক সময় ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে ফেলার কারণে সড়কে কিছুটা সময় সমস্যা হয়, এ ধরনের ঘটনাকে আতঙ্ক বলা যাবে না।
সাম্প্রতিক নিরাপত্তা নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করেন, এটা ‘দেখামাত্র গুলি’ নয়। এটি আত্মরক্ষার জন্য অস্ত্র ব্যবহারের বিধান। অস্ত্র তো কেউ শিকারের জন্য নেন না, নিজের সুরক্ষার জন্যই নেন। হুমকি এলে আত্মরক্ষার অধিকার সবারই আছে।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বলেন, কেউ আক্রমণ করতে এলে বা জীবননাশের চেষ্টা করলে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। এটি নতুন কিছু নয়—বিশ্বের সব দেশেই এই নীতি স্বীকৃত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রায়ের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।








