Logo

কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় নতুন উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১৫:০৯
কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা কাঠামো পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য জাতীয় বেতন কমিশন নতুন ধাপ এগোচ্ছে।

বিজ্ঞাপন

আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবে কমিশন। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন।

কমিশন জানিয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে।

বিজ্ঞাপন

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির মধ্যে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করা হয়।

জাতীয় বেতন কমিশন গত ২৭ জুলাই গঠিত হয়। তাদের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনটি রিপোর্ট যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ নির্ধারণ করা হবে। সরকার কাঠামো তৈরি করবে, আর পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, গত আট বছরে বেতন কাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি। তাই এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেটসংশ্লিষ্ট বাস্তবতা এবং সামাজিক খাতে ব্যয়ের বিষয়ও বিবেচনায় রাখা হবে।

কমিশনের বৈঠকে বেতন-ভাতা কাঠামোর পরিবর্তন ও সংশোধনসহ অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করে সুপারিশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD