Logo

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৬:৪৩
21Shares
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে দু’দেশের শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে তা আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে আদান–প্রদান, পর্যটন উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্যরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD