Logo

ভূমিকম্প চলাকালীন যা করণীয়, জানালো ফায়ার সার্ভিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৬:৩৫
23Shares
ভূমিকম্প চলাকালীন যা করণীয়, জানালো ফায়ার সার্ভিস
প্রতীকী ছবি

দেশে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পসহ পরপর বেশ কয়েক দফা কম্পন অনুভূত হয়। হঠাৎ এই ভূকম্পন অনেককে আতঙ্কিত করলেও নিরাপদ থাকতে কী করা উচিত—তা নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী সময়ে সতর্ক থাকার জন্য বেশ কিছু করণীয় তুলে ধরে সংস্থা।

ফায়ার সার্ভিসের নির্দেশনায় ভূমিকম্পের সময় যা করবেন-

১. শান্ত থাকুন ও নিরাপদ স্থানে আশ্রয় নিন

বিজ্ঞাপন

কম্পন টের পেলেই দৌড়াদৌড়ি নয়—শান্ত থেকে পরিস্থিতি পর্যালোচনা করুন। নিচতলায় থাকলে দ্রুত খোলা স্থানে চলে যান।

২. বহুতলে Drop–Cover–Hold মেনে চলুন

নিচু হয়ে শক্ত টেবিল, ডেস্ক বা নিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নিন এবং ভালোভাবে ধরে থাকুন। মাথা রক্ষায় বালিশ, কুশন বা নরম কিছু ব্যবহার করুন।

বিজ্ঞাপন

৩. লিফট ব্যবহার করবেন না

ভূমিকম্প চলাকালীন লিফটে ওঠা বিপজ্জনক। কম্পন থামলে গ্যাস ও বিদ্যুতের সংযোগ যত দ্রুত সম্ভব বন্ধ করুন।

বিজ্ঞাপন

৪. ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকুন

জানালা, বারান্দা, ব্যালকনি, আলমিরা বা ঝুলন্ত ভারী জিনিসপত্রের কাছ থেকে সরে যান। কাছে টর্চ, হেলমেট, বাঁশি ও প্রয়োজনীয় ওষুধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৫. বাইরে থাকলে খোলা স্থানে যান

বিজ্ঞাপন

উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি, বড় গাছ ইত্যাদি থেকে দূরে থাকুন।

৬. গাড়িতে থাকলে থামুন ও নিরাপদ দূরত্বে অবস্থান করুন

ফ্লাইওভার, ওভারব্রিজ, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে গাড়ি থামাবেন না। কম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকাই নিরাপদ।

বিজ্ঞাপন

৭. আফটারশকের ঝুঁকি মাথায় রাখুন

প্রথম কম্পনের পর আরও ভূমিকম্প হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন ও কাঠামো থেকে দূরে থাকুন, কারণ পুনরায় ধসে পড়ার সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

৮. সম্মিলিত সতর্কতায় কমবে ক্ষয়ক্ষতি

ফায়ার সার্ভিস বলছে, সচেতনতা ও সঠিক পদক্ষেপ প্রাণহানি কমাতে বড় ভূমিকা রাখে। জরুরি প্রয়োজন হলে হটলাইন ১০২–এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

দেশে সাম্প্রতিক কম্পনের প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের এই নির্দেশনা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ভূমিকম্প চলাকালীন যা করণীয়, জানালো ফায়ার সার্ভিস