Logo

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৪:৪১
7Shares
৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্য অনুযায়ী, মোট ৮০টি সংস্থাকে এই সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

ইসি জানায়, আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে মূলত নির্বাচন পর্যবেক্ষণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ইসি আরও জানায়, পর্যবেক্ষক সংস্থাগুলোর মতামত ও পরামর্শ সংগ্রহের মাধ্যমে কমিশন দেশের নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের এই উদ্যোগকে রাজনৈতিক পর্যবেক্ষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, দেশি পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত ও সমাধানের সুযোগ সৃষ্টি হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি