Logo

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৩:১০
7Shares
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । ছবি: সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক প্রদান করেন। এছাড়া ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে সম্মাননা দেওয়া হয়। তিনটি ক্যাটাগরিতে মোট ৬৪ সেনাসদস্যকে পদক প্রদান করা হয়, এর মধ্যে ৩ জনকে মরণোত্তর পদক দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। দেশের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে পূর্ণ সমন্বয় থাকবে।

২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান