Logo

জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৪ নভেম্বর, ২০২৫, ১৪:১৩
5Shares
জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান
ছবি: সংগৃহীত

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার এবং নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এসব কথা বলেন।

অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক মঞ্চে শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, নৌসদস্য ও কন্টিনজেন্ট পাঠানো হচ্ছে। ১৯৯৩ সাল থেকে ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে মোট ৭৫০০ জন বাংলাদেশি নৌসদস্য দায়িত্ব পালন করেছে। এই মিশনে চারজন সম্মানিত সদস্য শাহাদাতবরণ করেছেন।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সামরিক দিক থেকে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন মো. মারুফ হাসান মুন্না এবং তৃতীয় হন মো. হাসান আলী, যারা যথাক্রমে ‘কমখুল পদক’ ও ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।

২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। সমাপনী অনুষ্ঠানে তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের নৌসদস্যসহ নতুন নাবিকদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD