রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না

রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে দেশের সাংবাদিকরা হয়রানি বন্ধ হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) সকালে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসেস (সিজিএস) এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে নিবর্তনমূলক আইন বাতিল করা একান্ত প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে ক্ষমতায় যারা আসবেন, তারা এই ধরনের আইন ব্যবহার করে সাংবাদিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ পরিবর্তন করতে হবে যাতে তারা স্বাধীনভাবে তাদের কণ্ঠস্বর বজায় রাখতে পারে। রাষ্ট্রের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছাড়া সাংবাদিকদের উপর হয়রানি বন্ধ করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে তিনি জানান, আইনটি রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষার জন্য জরুরি। তিনি সতর্ক করে বলেন, দেশে ভয় ও সন্ত্রাসের সংস্কৃতি যেন পুনরায় ফিরে না আসে, তাই এই আইন প্রয়োগ প্রয়োজন।








